সর্বশেষ নোটিশ
আমাদের কথা
"ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরা" বিদ্যালয়টি অত্র এলাকার একমাত্র শিক্ষার আলো প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সহায়তায় অন্যতম অংশীদার হিসেবে প্রতিষ্ঠানের নামীয় একটি ডায়নামিক ওয়েব সাইট (www.ussk.bd.education) চালু করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে (মানবিক বিভাগ,বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগ) প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। প্রতি বছর পাবলিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে উপজেলার অন্যতম শীর্ষস্থান ধরে রেখেছে। এক ঝাক তরুন, সুদক্ষ, প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী দ্বারা শেণি কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি হত দরিদ্র, এতিম, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাদানের জন্য "ইউনাইটেড হাইস্কুল খাজরা" শিরোনামে দারিদ্র তহবিল গঠন করা হয়েছে। স্থানীয় দানবীর ব্যাক্তি বর্গ,সুশীল সমাজ,প্রাক্তন ছাত্র-ছত্রীসহ সকলেই দারিদ্র তহবিলে অর্থ দানের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি। দারিদ্র তহবিলের হিসাবের শিরোনামঃ ইউনাইটেড হাইস্কুল খাজরা, (Account Title: United High School Khazra, Account No- 0200017544629, Agrani Bank, Jaigirmahal Branch, Koyra, Khulna) হিসাব নম্বর ০২০০০১৭৫৪৪৬২৯, অগ্রণী ব্যাংক লিমিটেড, জায়গীর মহল শাখা, কয়রা, খুলনা।
সংক্ষিপ্ত ইতিহাস
“ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরা” সাতক্ষীরা জেলার বর্ডার সীমান্তে সুন্দর বনের পাদ্বদেশ কপোতক্ষ নদীর তীরে খাজরা বাজার সংলগ্ন অবস্থিত। ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়টি ১ লা জানুয়ারী ১৯৬৯ খ্রি. প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৭০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। ০১-০১-১৯৭৪ খ্রি. বিজ্ঞান বিভাগ এবং ০১-০১-১৯৮৫ খ্রি.বাণিজ্য বিভাগ খোলার অনুমতি লাভ করে। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের নিরলস পরিশ্রম, আর্থিক সহায়তায় তৎকালীন স্থানীয় চেয়ারম্যান জনাব এম,এম মোবারক আলী এককভাবে বিদ্যালয়ের সম্পূর্ণ জমিদান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৭১ খ্রি. মুক্তিযুদ্ধ চলাকালীন বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত থাকে। বর্তমান বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১.২০ একর।
লক্ষ্য ও উদ্দেশ্য
ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGS) অর্জন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সহায়তা এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে এমন আলোকিত মানুষ তৈরি করতে সকলের জন্য উপলব্ধ শিক্ষাগত সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছে।